বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলার চরে দফায় দফায় সংঘর্ষ মহিলাসহ আহত-৯ নিখোঁজ -২
ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা ভোলার চরে জমিজমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত ও ২ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে ভোলার চর নামক জায়গায় এই ঘটনা ঘটে।
রাছেল খাঁ গ্রুপের মিন্টু বলেন,সোমবার সকালে ভোলা সদর থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পরই আলতু ও হারিস বাহিনীর লোকজন আমাদের বাড়ীঘর ভাংচুর ও গরু ছাগল লুটপাট করে এবং জাহানারা, মরিয়ম কাদের ও আমাকে কুপিয়ে আহত করে।
অপর দিকে আলতু গ্রুপের ছাদ্দাম হোসেন জানান,পুলিশ ঘটনাস্থল থেকে আসার পরই রাছেল খাঁ গ্রুপ আমাদের লোকজনের উপর হামলা করে এবং বাড়ীঘর ভাংচুর চালায়, বাধা দিতে গেলে ৫ জন আহত হয় ও রাকিব, শেখ ফরিদ নামের দুইজন নিখোঁজ রয়েছে।
এদিকে উভয় গ্রুপের আহতরা ভোলা, বরিশাল ও নোয়াখালীর মাইজদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, জমিজমা কেন্দ্র করেই এই সংঘর্ষ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।