বাদাম তেলের ওষুধি গুনাগুন

মোঃ মহিউদ্দিন
প্রভাষক, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ
বাদাম শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত,
আজ জানবেন বাদাম তেলের
উপকারিতার যাবতীয়।
গুণগত দিক দিয়ে বাদাম তেল খুবই বিচিত্র,
অনেক কঠিন রোগ থেকে
একটু বাদাম তেলই যথেষ্ট।
বাজারের নামিদামি লোশন
বা ক্রিম দিয়ে যেটা না হয়,
বাদাম তেল সেই উপকার করে দেখায়।
বাদাম তেলে আছে
অ্যান্টিঅক্সিডেন্ট, ই ভিটামিন,
নিয়মিত ব্যবহারে এই তেল দেখায়
চমকপ্রদক গ্লোয়িং স্কিন।
শুধু তাই নয় এর ব্যবহারে দিতে পারে
স্কিন ক্যান্সার প্রোটেকশন।
বাদাম তেল স্কিনে খুব সহজ ভাবে মিশে যায় ,
ভিটামিন এ গুন সম্পন্ন হওয়ায়
ত্বকের ব্ল্যাকহেডস বা পিম্পলের
সমস্যা থেকে চিরতরে মুক্তি দেয়।
বাদাম তেল যেন এক মিরাক্কেল,
বাদাম তেল ব্যবহারে রিমুভ করে ডাক সার্কেল ।
বাদাম তেল স্কিনের ফেয়ারনেস
আনতে এর জুড়ি মেলা ভার,
এ তেল ব্যবহারের অধিকারী
হবেন ডিফারেন্ট লুকের।
হালকা ফ্যাটি এসিড সমৃদ্ধ এ তেল,
স্কিন ইরিটেশনের ক্ষেত্রে
বাদাম তেল খুবই পাওয়ারফুল।
এ তেলে ঔষধি ও পুষ্টিগুণ প্রচুর,
বাদাম তেল ফ্যান্টাস্টিক ন্যাচারাল রিমুভার।
যারা ভুগছেন হার্টের সমস্যায়,
বাদাম তেল খেলে সমস্যা দূর হয়।
খারাপ কোলেস্টেরল কমায়,
উপকারী কোলেস্টেরল বাড়ায়।
যদি প্রতিদিন ডায়েট চাট বাদাম তেল থাকে ,
তো আপনার ওজন নিয়ন্ত্রণে রাখে।