বোরহানউদ্দিনে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত ইউএনডিপি ও ইইউ এর সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব এবং গ্রাম আদালত সহকারীদেরকে নিয়ে বিকেন্দ্রীকরণ পরিবীক্ষন, পরিদর্শন ও মুল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক ১ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১৮ নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন ইউএনডিপি প্রতিনিধি মোঃ শফিকুর রহমান (ডিএফ), এবং ইউএনডিপি জেলা সমন্বয়কারী মোঃ রকিবুল ইসলাম। প্রশিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।