ভোলার আতাউর রহমানসহ ১৮ জনের পিএইচডি ও ২৪ জনের এমফিল ডিগ্রি লাভ

একাডেমিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সম্প্রতি ১৮ গবেষক পিএইচডি ডিগ্রি ও ২৪ জনকে এমফিল ডিগ্রী প্রদান করেন। পিএইচডি ডিগ্রী প্রাপ্তরা হচ্ছেন-কলা অনুষদের অন্তর্গত বাংলা বিভাগের অধীনে মোঃ হাবিবুর রহমান খান, শেখ মোহাম্মদ আমানুল্লাহ। আরবি বিভাগের অধীনে আব্দুল মুকিত, এস এম মাহফুজুর রহমান। ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মোহাম্মদ নুরুন্নবী, আতাউর রহমান। সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ফাতেমা রোজিনা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে শাহেদ ইকবাল, মোঃ মাহবুবুর রহমান। জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ আবদুল মোতালিব, মোহাম্মদ শফিউল্লাহ সরকার। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধীনে মোঃ নেছাওয়ার মিয়া, দিলরুবা পারভিন।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে খাদেমুল ইসলাম। বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্গত ফিন্যান্স বিভাগের অধীনে রুমানা হক। পিএইচডি প্রাপ্ত আতাউর রহমান ভোলা জেলার অধিবাসী এবং ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।