ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টর্নামেন্ট আয়োজন
ভোলায় সিএফসিডিপি’র স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ ও ১৫ নভেম্বর ২০২০ তারিখ সকাল ১০টায় সেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি (সিআরএসএস) চাইল্ড ফোকাস্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প অফিসে ২ দিন ব্যাপি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি কর্মশালার আযোজন করা হয়।
ভোলা সিএফসিডিপি কর্তৃক আয়োজিত কেএনএইচ জার্মান এর সহায়তায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মিঃ আগষ্টিন বৈরাগী, এবং উদ্বোধন করেন সংস্থার র্নিবাহী পরিচালক মি: এডওয়ার্ড রবিন বল্লভ। ২ দিনের এই কর্মশালায় সহায়ক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা: মনিরুজ্জামান আহমেদ। এই কর্মশালায় অংশ গ্রহনকারী হিসেবে উপস্থিত ছিল ধনিয়া, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশার ৪২ জন পল্লী চিকিৎসক, ধাত্রী, ও সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা। উক্ত কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন মো: রাশেদ খান, মি: এলবার্ট শোভন প্রজেক্ট অফিসার, মো: তারেক, জোহুরা খাতুন, রুবিনা সিএফসিডিপি ভোলা। এ কর্মশালার মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা দরিদ্র মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছেঁ দেয়াই মূল উদ্দেশ্য।