সর্বশেষঃ

চরফ্যাশনের দক্ষিণ আইচায় উপকূল দিবস পালিত

উপকূলের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং উপকূলের মানুষের ন্যায্যতার কথা বলতে চরফ্যাশনের দক্ষিণ আইচা প্রেসক্লাবের উদ্যোগে প্রস্তাবিত ‘উপকূল দিবস’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে পালিত হয়েছে। প্রেসক্লাব চত্বর থেকে রেলি বের করে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমবেত হয়।
এপর সত্তরের নিহতদের স্মরণে প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর এম মামুন, চরমানিকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি চেয়ারম্যান এসএম এনায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন।
বক্তারা প্রস্তাবিত উপকূল দিবসকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়ার দাবি জানান। এর আগে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবে স্মরণে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সংবাদ সম্পাদনা সম্পাদক আদিত্য জাহিদ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ উদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।