তজুমদ্দিনে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয় সভা

ভোলার তজুমদ্দিনে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা বেগম সাজুর সভাপতিত্বে সভায় করোনার বিভিন্ন সচেতনতামূলক দিক তুলে ধরে বক্তৃতা করেন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও হাসপাতালের আরএমও ডা. হাসান শরীফ, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও ওসি এস এম জিয়াউল হক, সদস্য ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাশেদ খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, কোস্টট্রাস্টের হিসাব রক্ষক মোঃ ইব্রাহীম, জলবায়ু ফোরাম তজুমদ্দিনের সহ-সভাপতি মোঃ শামীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কোস্টট্রাস্টের ভোলার প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।