ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন
ভোলায় মাস্ক না পরায় ৭ জনের কারাদণ্ড

ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায়, সামাজিক দূরত্ব না মানায় এবং মাস্ক না পড়ায় ৭ জনকে ৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে ভোলা সদরের ভোলা লক্ষ্মীপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মুখে মাস্ক না পরায় ৭জন কে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।