তজুমদ্দিনে মহিলা মেম্বার ইয়াসমিনের নেতৃত্বে হামলা আহত-২।। ভোলা হাসপাতালে ভর্তি

ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাচড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ইয়াসমিন ও তার স্বামী ইসলাম এর হামলায় আপন ভাতিজি ও ভাবি আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছালমা (২৫) বলেন, আমার আমার কাকি ইয়াসমিন মেম্বার তার নেতৃত্বে আমার চাচা ইসলাম আমাদের চাষের জমি দখল করতে আসলে আমি আর আমার মা বাধা দিতে গেলে, আমাদের পিটিয়ে আহত করেন।
আমার কাকি মেম্বার এবং কাকা প্রভাবশালী হওয়ায় আমার বাবা কে তাদের পক্ষ নিয়ে আমার মা কে তালাকের নোটিশ পাঠিয়েছে।
আমরা ৪ ভাই বোন কি করবো জানিনা, আমাদের সংসার নষ্ট করার জন্য দায়ী আমার চাচা ও কাকি।
বিবি মরিয়ম বলেন,৪ সন্তানের মা আমি আর এখন আমার দেবর ও তার স্ত্রীর জ্বালায় আজ অতিষ্ঠ, আমাদের মারধর করে আহত করার পরও হাসপাতালে ভর্তি হতে দেয়নি এবং থানায় অভিযোগ দিতে গিয়েও ফেরত এসেছি।
পরে আমার মেয়ে কে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করিয়েছি, এখনো আমি আতঙ্কে আছি।
ভুক্তভোগী ৪ সন্তানের জননী মরিয়ম তার স্বামী নুরনবী, দেবর ইসলাম ও তার স্ত্রী মহিলা মেম্বার ইয়াসমিনের অত্যাচার থেকে রেহাই পেতে ভোলা -৩ আসনের সাংসদ নুরনবী চৌধুরী শাওন ও ভোলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে মহিলা মেম্বার ইয়াসমিন এর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে তার স্বামী ইসলাম বলেন, তাদের নিজেদের আঘাতে নিজেরা আহত হয়েছে এবং ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নই।
এই বিষয়ে তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক বলেন,মেম্বারের পক্ষ থেকে একটি অভিযোগ হয়েছে তবে অন্য কেউ থানায় এসে ফেরত গেছে এটা আমার জানা নেই তবে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।