বালক বসন্ত

মুন হোসেন
আমি রক্তবর্ণ অকর্মণ্য
তোমার জন্য পূর্ণ শুন্য
উঠতি ব্যথা চরম কথা
মুক্তি দাও,মুক্তি নাও
চরম সুখে গুণগুনাও।
বাড়ছে কমছে নীরবতা
তোমার জন্য এ ব্যস্ততা
সস্তা সস্তা কথার বস্তা
সভ্য অসভ্য প্রেম ব্যবস্থা
অদ্য পদ্য নষ্ট গদ্য
জন্মেছে পেটে সদ্য সদ্য
তোমার জন্য আমার জন্য
ডুবিয়ে দাও,ডুবে যাও;
শ্বাস নিয়ে পলাশ দিয়ে
এবার তুমি যাও পলাও।
আড়াআড়ি শুক সারী
তোর সাথে প্রেম কারবারি
নষ্ট চুমোর বাড়াবাড়ি,
আউল ফাউল
কথার বাউল
আমি,শব্দের আসামি।
মড়ক নরক
স্বর্গ মর্গ
রইলো তোমার
অবহেলার,
রঙ দিও কারবালার।
কর্ম শেষে,মর্ম বিষে
কইরো সোহাগ আশীষে।
কইরা শব্দ জব্দ
কাটুক আমার শতাব্দ
তোর স্নেহে, নির্বাসনে
বালক বসন্ত
কইরো আদর অনন্ত।