ভোলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার, অত্যাচার নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার দুপুরে শহরের কে জাহান মার্কেট চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ। এছাড়া বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা গোপাল সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শিবু কর্মকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন কর্মকার, যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষণ দাস, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পিন্টু ম-ল, সদস্য-সচিব অর্নব চন্দ্র দে, সদস্য সুবল চন্দ্র দাস ও রাজু পোদ্দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়য়ের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। তাই অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।