বোরহানউদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

৭ই নভেম্বর শনিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এই অনুষ্ঠান কার্যক্রম অনুষ্টিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ,উপস্থিত ছিলেন ইউসিসিএ সভাপতি মোঃসাইফুল ইসলাম মৎস্য কর্মকর্তা নাজমুল সালেহিন,উপজেলা সমাজসেবা অফিসার বাহাউদ্দিন পারভেজ,কনফিডেন্স এমসিএস লিঃ এর সম্পাদক ও বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাছনাইন, উপজেলা সমবায়ের কর্মকর্তা মিজানুর রহমান সহ সমবয়ীবৃন্দ।

এই সময় বক্তরা বলেন, সমবায়ের মধ্যমে আমরা প্রতিটি ক্ষেত্রে সহায়তা পেতে পারি। বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়ে সমবায়ের সহযোগিতায় নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তারা।এসময় তারা কৃষক,তাতী জেলে,কামার,কুমার সহ সকল ধরনের পেশাজীবীদেরকে সমবায়ের আওতায় আসার আহবান জানান।তারা আরো বলেন,স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু সমবায়ের গুরুত্ব দিয়ে এসেছেন।জেলে, কৃষক,তাতী, বেকার যুবক সহ সকল পর্যায়ে সহযোগিতা দিয়েছেন।আমাদেরকেও জীবনে উন্নতি করতে হলে সমবায়ের আওতায় আসতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।