ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা

৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ১১ টার সময় ভোলা মাহাজনপট্টি বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতির গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ ট্র্যুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক কবির হোসেন, সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল মিলনসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল ও চাত্র দলের নেতা কর্মীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই ঐতিহাসিক দিনে মহান রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর কর্মময় বর্ণিল স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বাংলাদেশ নামক রাষ্ট্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অমর ও অম্লান থাকবেন চিরদিন। তিনি ছিলেন এ জাতির মহান রাষ্ট্রনায়ক, জাতির প্রাণের স্পন্দন। তিনি বিশ্বনেতা। ইতিহাসের এক সমুজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ রাষ্ট্রের বিরল সৌভাগ্য যে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জমিনে জন্মগ্রহণ করেছেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাই বাংলাদেশের আরেক নাম জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।