ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
ভোলায় কৃষকদলের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা কৃষক দলের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে আসন্ন শীতকালীন শাক সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। ০৫ নভেম্বর বৃহস্পতিবার ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের কার্যালয়ে সকাল ১১টায় ৩০০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।
ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টুর সভাপতিত্বে বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সম্পাদক বশির হাওলাদার, ইয়ারুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, ভোলা সদর উপজেলা কৃষকদলের সভাপতি কাজী সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ গোলদার, ভোলা পৌর কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জুু খান, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম আকাশ, জেলা কৃষক দলের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন পন্ডিত প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুুুল হাসনাত তসলিম। এছাড়াও এসময় ভোলা জেলা কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি গোলাম নবী আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবী জানান।