সর্বশেষঃ

ভোলায় নৌ-পুলিশের সোর্স পরিচয়ে মাছ শিকার ॥ অবশেষে ৬ জেলে আটক

আর একদিন পর শেষ হচ্ছে ভোলাসহ উপকূলের মেঘনা-তেঁতুলিয়াসহ সাগর মোহনায় মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের ডিম ছাড়তে ও ভরা প্রজনন পরিবেশ নিশ্চিত করতেই সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে এই নিষেধাজ্ঞা সময়ে নৌ-পুলিশের সোর্স হিসেবে কাজ করার অযুহাতে একটি চক্র ভোলার ইলিশা মেঘনা নদীতে নির্বিঘেœ মাছ ধওে চলছিল। বিষয়টি অপরাপর জেলে ও সোর্স এর নজরে আসায় শেষ পর্যন্ত আটক হয়েছেন ওই চক্রের ৬ জন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এদেও বিভিন্ন মেয়াদে সাজা দেন।
এছাড়া ভোলা ও বরিশাল সীমনার চরচটকিমারা এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব সুবল বোস মনিসহ মৎস্য বিভাগের একটি টিম অভিযানকালে হামলা চালায় একটি সংবদ্ধ জেলে চক্র। ওই সময় ওই টিমের ট্রলার চালক মোঃ শাজাহানের মাথা ফাটিয়ে দেয় সন্ত্রাসীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।