সর্বশেষঃ

তুরস্কে ভূমিকম্পে ৯১ ঘণ্টা পর ৪ বছরের শিশু জীবিত উদ্ধার

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের ৯১ ঘণ্টা পর ধ্বংসস্তূপে চাপা পড়া ৪ বছর বয়সের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জন। মঙ্গলবার স্থানীয় মেয়র জানান, ভূমিকম্পের প্রায় চার দিন পর ধ্বংসস্তূপ আইদা নামে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে উদ্ধারকারীরা।
উদ্ধারকারী দলের সদস্য নুসরাত সাংবাদিকদের জানায়, মেয়েটির চিৎকার শুনে বাথরুমের একটি ডিসের ভিতর থেকে উদ্ধার করি তাকে। তিনি আরও বলেন, ইজমিরের ধ্বংসস্তূপ থেকে তিন বছর বয়সী একটি মেয়ে এবং ১৪ বছরের কিশোরকে জীবিত উদ্ধারের একদিন পর তাকে উদ্ধার করি আমরা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য আরও পাঁচটি ভবনে অনুসন্ধান চালাচ্ছেন।তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৫০০ টিরও বেশি তাঁবু এবং ১৩ হাজার বেডের ব্যবস্থা করা হচ্ছে।
গত সপ্তাহে এজিয়ান সাগরে ৭ মাত্রার ভূমিকম্পে ১০২ জন মারা গিয়েছে এবং ৯৯৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর আগে ১৯৯৯ সালে দুটি শক্তিশালী ভূমিকম্পে উত্তর পশ্চিম তুরস্কে ১৮ হাজার লোক নিহত হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।