বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় ছাত্র সমাজের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজ ভোলা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর সন্ধ্যায় জেলা ছাত্র সমাজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কেফায়াতুল্লাহ নজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিম গোলদার। সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ শফিউর রহমান বাবুল।
ভোলা জেলা ছাত্রসমাজের সভাপতি মোঃ জাকির হোসেন বাবুর সভাপতিত্বে ও ভোলা জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ আল ইসলাম নোমান এর সঞ্চালনায় সাংগঠনিক সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সহ-সভাপতি ইমন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-মাহমুদ শাহীন, মোহাম্মদ আরিফ, মোঃ আসাদুল্লাহ, নির্বাহি সদস্য তানভীর, নয়ন, তুহিন, সুজন, সজীব প্রমুখ।
সাংগঠনিক সভায় ভোলা জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, কলেজে ছাত্র সমাজের কমিটিকে পুনর্গঠন করে সাংগঠনিক গতিশীলতা আনয়ন এর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভোলা জেলা ছাত্র সমাজের নেতৃবৃন্দ ছাত্র সমাজের অধিকার রক্ষার্থে সর্বদা ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভোলা জেলা ছাত্র সমাজ অনেক বেশি সুসংগঠিত ও গতিশীল।