সর্বশেষঃ

মা ইলিশ শিকারের দায়ে ভোলার মেঘনা নদী থেকে নৌ পুলিশের  অভিযানে আটক- ৯

আটকৃত জেলেরা।। ছবি ভোলার বাণী

নিষিদ্ধ সময়ে ভোলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে নৌ পুলিশের অভিযানে ৯ জেলে আটক হয়েছে। আটকৃত জেলেদের বিভিন্ন মেয়াদে নির্বাহী অফিসার কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন নৌ ওসি সুজন পাল।
আটকৃতরা হলেন, জাহাঙ্গীর বেপারী (৩৯), পিতা- নোয়াব আলী, সাং- চুনারচর,০৯ নং ওয়ার্ড, মোঃ আলম মীর (৩২), পিতা- লোকমান মীর, সাং- সাদেকপুর, ০৫ নং ওয়ার্ড, মোঃ আজাদ খলিফা (২৮), পিতা- মোঃ ইব্রাহিম খলিফা, মাতা- নুর জাহান বেগম, সাং- শুকনাকাািঠ (০৯ নং ওয়ার্ড), বর্তমান সাং- উলানিয়া রাজাপুর (০৬ নং ওয়ার্ড), (মোল্লা বাড়ী), সকলথানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল, জীবন খন্দকার (১৮), পিতা- সিরাজুল খন্দকার, সাং- কন্দকপুর, ০৭ নং ওয়ার্ড, রাজাপুর,মোঃ মানিক খন্দকার (৩০), পিতা- সিরাজ খন্দকার সাং- কন্দকপুর, ০৭ নং ওয়ার্ড, ঊভয় থানা- ভোলা সদর, জেলা- ভোলা, মোঃ ইউসুফ বেপারী (৪২), পিতা- জাহাঙ্গীর বেপারী, সাং- পূর্ব ইলিশা, ০৩ নং ওয়ার্ড, থানা- ভোলা সদর, জেলা- ভোলা, মোঃ জসিম উদ্দিন (৩৫), পিতা- মৃত আঃ রশিদ, সাং- পূর্ব ইলিশা, ০৩ নং ওয়ার্ড, থানা- ভোলা সদর, জেলা- ভোলা, মোঃ আব্দুল আলীম (২৭), পিতা- মোঃ লিটন, সাং- গাজীর খেবা, ০৫ নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, থানা- নোয়াখালী, জেলা- নোয়াখালী, মোঃ রিয়াজ উদ্দিন (২০), পিতা- মোঃ লোকমান হোসেন, সাং- মেদুয়া, ০৪ নং ওয়ার্ড, থানা- দৌলতখান, জেলা-ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।