সর্বশেষঃ

ভোলায় কাঁচাবাজারের দাম আগুন।। দিশেহারা নিম্ম আয়ের মানুষ

ভোলার বাজারে কাঁচাবাজার এর দাম দিনদিনই বেড়েই চলছে, সকালে একদাম বিকালে আরেক দামে বেচাকেনা হচ্ছে কাঁচামাল।
এতে দিশেহারা হয়ে পড়েছেন নিম্ম আয়ের মানুষরা।
সরজমিন ভোলা পৌর কাঁচাবাজারে গিয়ে দেখা যায় শিম-১২০, টমেটো -১২০,গাজর ১০০,শষা ৮০,বেগুন ৮০, আলু ৫০,পেয়াজ ৮০, কাঁচামরিচ ২৪০, পেপে ৩৫, লেবু হালি ৪০/৩০ এবং বোম্বাই মরিচ ৪০ টাকা দামে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান,ভোলার বাজারে তেমন কোন মনিটরিং না থাকায় বাজারের ব্যবসায়ীরা সবাই সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বেচাকেনা করে, এতে প্রতিদিনই প্রতারিত হচ্ছে ক্রেতারা।
মাঝেমধ্যে মনিটরিং নামলেও তখন দাম কমিয়ে দিয়ে আবার যেই সেই হয়ে যায়।
পৌর বাপ্তার বাসিন্দা কবির হোসেন জানান, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু বাজারে এসে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে দাম দেখে।
আফরিন আক্তার নামের এক ক্রেতা বলেন, বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই দাম বাড়িয়ে দিচ্ছে, তিনি বলেন, সামান্য বোম্বাই মরিচের হালি ৪০ টাকা।
সাধারণ নিম্ম আয়ের ক্রেতাদের কথা বিবেচনা করে প্রতিদিনই বাজার মনিটরিং করার অনুরোধ জানিয়েছে ক্রেতারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।