সর্বশেষঃ

ইলিশার মত প্রতিটি ইউনিয়নে একটি করে সমাজ কল্যাণ সংগঠন গঠন করা উচিত- মাদক বিরোধী সভায় বক্তারা

 

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে ৮নং ওয়ার্ডের কোবাত আলী হাওলাদার বাড়ীর দরজায় মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ধর্ষণ বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, জনগণের সহযোগীতা নিয়েই ইলিশা ইউনিয়ন কে আর্দশ ইউনিয়ন গড়ে তুলবো, একটি সুন্দর অপরাধমুক্ত সমাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় বক্তারা বলেন এমন একটি সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা উচিত।
সংগঠন তো অনেক থাকে কিন্তু বাস্তবে কাজের কতটি?  ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশংসা করে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা সদর থানার পুলিশ পরির্দশক আরমান হোসেন বলেন, নামে নয় কাজের মাধ্যমে প্রমাণ করেছে সমাজ কল্যাণ সংগঠন, এসময় তিনি বলেন, ভালো কাজ করতে গেলে সমালোচনা হবে, তাই থেমে থাকা যাবে না।
ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়কারী ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় কবির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি সরোয়ার্দী মাষ্টার, আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল,সহ সভাপতি হোসেন মিয়া,সাইদ আলী জমাদার, সাংগঠনিক সম্পাদক রফিক মাষ্টার, রহমান হাওলাদার, বারেক মেম্বার,আমজাদ হোসেন বাবুল, ইকবাল হোসেন রাজুপ্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।