সর্বশেষঃ

ভোলায় ১৬ দিনে ৪শ’৫০ জেলের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরপধে ভোলায় ৪শ’ ৫০ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে শনিবার (২৯ অক্টোবর) পর্যন্ত ১৬ দিনে এ জেল-জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ২৯০ জেলের কারাদন্ড এবং ১৬০ জেলের জরিমানা করা হয়।
জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৬ দিনে জেলার সাত উপজেলায় ২৪৩ টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪৫০ জেলের জেল-জরিমানা ছাড়াও ১.৫ মেট্রিক টন ইলিশ ও ৪ লাখ ৯৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রিট, কোস্টগার্ড, পুলিশ, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টার ১৭ টি অভিযানে সাত উপজেলা থেকে আটক ২৩ জেলের জেল আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসূমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।