তজুমদ্দিনে সুপারী বাগান নস্টের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে আহত ॥ হাসপাতালে ভর্তি

ভোলার তজুমদ্দিন উপজেলা চাঁচড়া ইউনিয়নে বাগান থেকে সুপারি গাছ তুলে ফেলার প্রতিবাদ করলে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে জখম করা হয়েছে। ওই বৃদ্ধ বর্তমানে বরিশালে চিকিৎসাধীন আছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শফি মাতাব্বর বাড়ীর মৃত মুজাহারের ছেলে মোঃ কাঞ্চন (৬৫) এর সৃজিত বাগানের সুপারি চারা জোড়পূর্বক তুলে নেয় একই বাড়ীর আনিছল হকের ছেলে মোঃ জিয়া (৩০)। এ ঘটনা রবিবার সকালে ২ নং ইউপি সদস্য আজম মেম্বারকে দেখাতে আনলে জিয়া উত্তেজিত হয়ে মেম্বারের সামনেই লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে বৃদ্ধ কাঞ্চন (৬৫) ও পুত্র রিয়াজ (২৫) কে রক্তাক্ত জখম করে। বৃদ্ধ কাঞ্চনকে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল-শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইউপি সদস্য আজম মেম্বার জানান, তার সামনেই মারামারি হয়েছে, উভয় পক্ষ উত্তেজিত ছিল। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে জানান ওসি তদন্ত এনায়েত হোসেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।