তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় এক দিনে ৩ জনের অপমৃত্যু
ভোলায় একদিনে তিন ব্যক্তির অপমৃত্যুর ঘটনা ঘটে। ২৮ অক্টোবর বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাবুদ্দিনের পুত্র শামিম (২০)। শামিম বৈদ্যুতিক শকে মারা যায় বলে জানা যায়।
দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন একই উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের পুত্র আঃ বারেক (৬৫)। তিনি অনাকাঙ্খিত এক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করেন।
তৃতীয় ব্যক্তি হলেন রেশমা (২০) নামের এক গৃহবধূ। তিনি বিষপান করলে তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে সেখানে তিনি মৃত্যু বরন করেন। নিহত গৃহবধূ মেহেন্দিগঞ্জের আলিমাদ ইউনিয়নের রাসেলের স্ত্রী।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশের নায়েক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অপমৃত্যুর বিষয়ে এস আই নোমান বলেন, এবিষয়ে পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে।