জীবন দিবো তবুও রাসুল (স) এর অপমান সইবো না : মুসলিম ঐক্য পরিষদ
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার দুপুরে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়। শহরের হাটখোলা মসজিদের সামনে দলমত নির্বিশেষ সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান,তাজউদ্দীন ফারুকী, মোবাশ্বিরুল হক নাঈম, ব্যবসায়ী তরিকুল ইসলাম কায়েদ, মাওলানা তরিকুল ইসলামপ্রমুখ। বক্তারা বলেন, জীবন দিবো তবুও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স) এর অপমান সইবো না, বক্তারা রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা সহ এখন থেকে ফ্রান্সের পন্য বয়কট করার দাবি জানান।এছাড়াও ফ্রান্সের উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন