মুজিববর্ষে দূর্গম চরের ঘরে ঘরে বিদ্যুৎ দিবে সরকার : এমপি জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, মুজিববর্ষে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিবে সরকার। দূর্গম চর এলাকায় বসতিগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে নদীর তলদেশে সাব মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎসেবা দেয়া হবে। ২৭ অক্টোবর মঙ্গলবার ভোলার চরফ্যাশনের দূর্গম নৈসর্গিতক চর কুকরি-মুকরি এলাকায় ৩৭ কোটি টাকা ব্যয়ে সাব মেরিন সঞ্চালন লাইন ও পাওয়ার প্লান্টের সাব-স্টেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুজিববর্ষে বিদ্যুত ব্যবস্থা ডিজিটালাইজডের কার্যক্রম শুরু করেছে সরকার। একটি ঘরও অন্ধকারে থাকবেনা। ২০২১ সালের মধ্যে ৪শ’ ১০টি ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে। দেশের ৯৬ ভাগ মানুষ বিদ্যুৎ সেবার আওতায় এসেছে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। বিদ্যুৎ ছাড়া অর্থনীতি সচল সম্ভব নয়। বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ সেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সারা দেশে চলমান বিদ্যুৎ পাওয়ার প্লান্টে সাব-স্টেশনের কাজ শেষ হলে মানুষ মানসম্মত বিদ্যুৎ সেবা পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, পল্লী বিদ্যুতের জিএম আবুল বাশার, নির্বাহি প্রকৌশলী আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামীলীগের সম্পাদক মনির আহম্মেদ শুভ্র, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, এস এস মোরশেদ, রসুলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হাসান মিন্টু, কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, উপাধ্যক্ষ বিভূতি ভূষণ বাবুল দাস।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।