বোরহানউদ্দিনে ৪ জেলের জেল-জরিমানা
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ০৪ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ০৩ জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক জেলেকে ০৫ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানে ১২৫ কেজি মা ইলিশ, ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় প্রশাসন, মৎস্য অফিস, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস-সালেহীন জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়। এসময় পাঁচ জন জেলেকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত আটকদের মধ্যে তিন জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদ-, একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে প্রায় ৪০০০ মিটার কারেন্ট জাল, ১৫ কেজির মত মা ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. সাইফুর রহমান। এ পর্যন্ত সর্বমোট আটক: ৬৮, জেল: ৩৭, জরিমানা: ৩১, মোট জরিমানা: ১,১১,০০০ (একলক্ষ এগারো হাজার টাকা)।