রয়েছে চাইনিজ খাবারের সুবিধা
ভোলায় হোটেল বিঝু ইন্টারন্যাশনাল’র উদ্বোধন
ভোলায় হোটেল বিঝু ইন্টারন্যাশনাল নামে আরো একটি আবাসিক হোটেল চালু হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার শহরের নতুন বাজার এলাকায় হাজী মতিয়ার রহমান কমপ্লেক্স এর তৃতীয় ও চতুর্থ তলায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হোটেলটির উদ্বোধন করা হয়। হোটেল নিরালা গ্রুপের এই নতুন আবাসিক হোটেলে অত্যাধুনিক সাজ-সজ্জা শীতাতপ সুবিধাসহ বিঝু ফুড কর্নার নামে চাইনিজ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুল মালেক, বিশিষ্ট রাজনীতিবীদ আবদুল্লাহ আল মামুন খসরু, রাইসুল আলম, ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী, দৈনিক দক্ষিণ প্রান্ত পত্রিকার সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, সাংবাদিক মোঃ বিল্লাল হোসেনসহ শহরের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন মাওলানা এমরান হোসেন। হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক মো: বিল্লাল হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগীতা কামনা করেছেন।