ভোলায় মেঘনার পানি বিপৎসীমার উপরে ॥ নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় মেঘনার পানি বেড়ে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে বাঁধের বাইরের নিচু এলাকা। অন্যদিকে টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন উপকূলের মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) মেঘনার পানি বেড়ে যাওয়ায় জেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতঘর ও পুকুর ঘেরসহ বিভিন্ন স্থাপনা। এছাড়াও গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় ১৭৪ মিলিমটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃস্টিপাত হয়েছে। ভারী বর্ষণে কৃষকের ফসলের ক্ষেতে জলাবদ্ধতার বৃষ্টি হয়েছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান জানান, নিম্নচাপের কারণে মেঘনার পানি বেড়ে গেছে। এতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ এ অবস্থা আরো দু’দিন থাকবে বলেও জানান তিনি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই জেলার সব রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোলার সঙ্গে অন্য জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া অফিসের অবজারভার মো. মনির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।