ভোলার কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষণা
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে আমির হোসেন মাস্টারকে সভাপতি, শাহাজান মাসাটারকে সাধারন সম্পাদক, মালেক মেম্বারকে সাংগঠনিক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি করে ঘোষণা করেন উপজেলা আ’লীগ। বৃহস্পতিবার বিকাল ৩টার সময় কাচিয়া সাহমাদার মাধ্যমিক বিদ্যালয় হলরুম মিলনায়াতনে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন। এসময় ইউনিয়ন আ’লীগের সভাপতি আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের তরুন দক্ষ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক সামসু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দরা ও প্রিয় নেতা জননেতা তোফায়েল আহমেদ এমপি মহোদয়, উপজেলা আ’লীগ ও জেলা আ’লীগকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেছা জানান।