তোফায়েল আহমেদ’র ৭৮তম জন্মদিন উপলক্ষে ভোলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আ’লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলা সদর উপজেলায় মিলনায়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলা হল রুম মিলনায়ানে জেলা আ’লীগের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এমপি টেলিকনফারেন্সে তিনি দেশের সকলের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সোহেল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও চেয়ারম্যানবৃন্দগণ।