সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে চুরির অভিযোগ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগি প্রায় তিন লক্ষ টাকার ব্যাটারী চুরি যাওয়ার অভিযোগ করেন।

ভুক্তভোগি ফরিদ ইঞ্জিনিয়ারিং এর মালিক মো: ফরিদ অভিযোগ করেন, একই বাজারের ব্যবসায়ী জসিম এর ছেলে সোহান (১৫), ও হানিফ এর ছেলে ফরহাদ(১৫) দীর্ঘদিন যাবৎ চুরির সাথে জড়িত থাকলে বিগত ১০ দিন আগে তাকে অটো চালক হাসান হাতে নাতে ব্যাটারী সহ সোহান ও ফরহাদকে ধরে ফেলেন।

ঘটনা জানাজানি হলে সোহান ও ফরহাদের পিতা চুরি ব্যাটারীর অর্থ ফেরত দেওয়ার তালবাহানা করে ফেরত দিচ্ছে না। তাই ভুক্তভোগি ফরিদ চোরের আইনী ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন।

এ ব্যাপরে অটো চালক হাসান জানান, বিগত ১০ দিন আগে আমি সন্ধ্যা ৭ টার দিকে ফরিদ ইঞ্জিনিয়ারিং এর পিছনে প্রসাব করতে গেলে সোহান ও ফরহাদকে ব্যাটারীসহ হাতে নাতে ধরি এবং তাদের পিতাকে মোবাইলে অবগত করলে তিনি এর বিচার করবেন বলে আমাকে আশ্বাস দিয়ে তাদের ছাড়িয়ে নেন। পরবর্তীতে আমাকে ঘটনা না জাননোর জন্য ঘুষ বাবদ দেড় হাজার টাকা অফার করলে আমি প্রত্যাখ্যান করি।

এ ব্যাপারে অভিযুক্ত সোহানের পিতা মো: জসিমকে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।