বোরহানউদ্দিনের ৪ নবী প্রেমিক শহীদের স্মরণে ভোলায় দোয়া মাহফিল

ভোলার বোরহানউদ্দিনে গত বছর ঘটে যাওয়া হ্নদয়বিদারক রক্তাক্ত ঘটনার প্রথম শাহাদত বার্ষিকীতে শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
আলহাজ্ব মাওলানা তৈয়বুর রহমান এর সভাপতিত্বে শহরের কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা মসজিদে দোয়া মাহফিলে মুসলিম ঐক্য পরিষদ কর্তৃক শহীদদের স্মরনে স্মৃতি স্মারক প্রকাশ করাহয়। স্মরন সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, আলহাজ্ব মুফতী আহাম্মদ উল্লাহ, আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহ-সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, কার্যকরী সদস্য মাওলানা আব্দুল লতিফ, মুহাদ্দিস আমিনুল হক নোমানী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আমীর হোসেন। সভায় বক্তাগন শহীদগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনতিবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ মুসলিম ঐক্য পরিষদের দেয়া ৬ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। অন্যথায় আগামীতে যে কোনো কঠিন কর্মসূচি দেয়া হবে। দোয়া মহফিলে সর্বস্তরের হাজার হাজার তৌহিদি জনতা অংশ গ্রহন করেন।
গত বছর ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের আহ্বানে ভোলার বোরহানউদ্দিনে হিন্দু ধর্মাবলন্বী বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ, প্রিয়নবী ও নবী কন্যা ফাতেমা (রাঃ) কে নিয়ে কু-রুচিপূর্ন ও বিষোদগারের প্রতিবাদ সভায় ঘটে যাওয়া হৃদয়বিদারক রক্তাক্ত ঘটনায় চারজন শহীদ হন। ওই শহীদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।