তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলার উদ্যোগে সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন এবং ইসির মিথ্যা বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে ভোলা জেলা বিএনপি।
সোমবার সকাল ১১ টায় ভোলা মহাজনপট্টি বিএনপি কার্যালয় ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি হাসান তৌফিক রিহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ ট্রুমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক। আরো বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, থানা বিএনপির সদস্য সচিব হেলান উদ্দিন, যুবদলের সভাপতি জামাল উদ্দিন ছাত্র দলের সভাপতি নূর আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক যুবদলের সদস্য সচিব কবির হোসেন ও খন্দকার আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সম্পাদক সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যুবদলের সভাপতি-সম্পাদকসহ যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের সভাপতি-সম্পাদক সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ শুরু করলে রাস্তায় পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় নেতৃবৃন্দরা ধর্ষণকারীর ফাঁসি চাই স্লোগানে মুখরিত থাকে।