সর্বশেষঃ

মাসুমার মনোনয়ন অবৈধ হওয়ায়

লালমোহনে শিখা আফরোজকে ভাইস চেয়ারম্যান ঘোষণা

ভোলার লালমোহন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম কে অবৈধ ঘোষণা করেছে আদালত। একইসাথে শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। রোববার ভোলার নির্বাচন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ জাকারীয়্যা। এ রায়ের বিরুদ্ধে মাসুমা বেগম উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান।
২০১৯ সালের মার্চে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পরাজিত হয়ে শিখা আফরোজ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করেন মুড়ির সাথে ভোটের ব্যবধান, এজেন্ট বের করে দিয়ে জাল ভোট প্রদান ও এমপিভুক্ত স্কুলে চাকরী করে বেতন উত্তোলন করেন মাসুমা বেগম। রোববার ভোলার নির্বাচন ট্রাইব্যনাল আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়।
রায়ে বিচারক বলেন, ভাইস চেয়ারম্যান একটি লাভজনক পদ এবং এমপিওভুক্ত স্কুলে শিক্ষকতাও একটি লাভজনক পদ। আইন অনুযায়ী একই ব্যক্তি দুটি লাভজনক পদে সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে না। একারণে মাসুমা বেগমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং মামলার বাদী শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।