সর্বশেষঃ

ভোলায় শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলে’র ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (রবিবার) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেনসহ শিশু এবং অভিভাবকবৃন্দ।
এসময় জেলা প্রশাসক বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকেরা ছোট্ট শিশু রাসেলকেও রক্ষা দেয়নি। তাকেও নির্মমভাবে হত্যা করে ঐ ঘাতকের দল। আজ রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫৭ বছর।
তিনি অভিবাবকদের প্রতি আহবান জানান, শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের মধা বিকাশের জন্য খেলাধুলা এবং নানা সৃজনশীল কাজে উদ্ধুদ্ধ করতে। পরে শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি ভোলার আয়োজনে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।