লালমোহনে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত
ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। ১৮ অক্টোবর লালমোহন উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তররুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। পরে শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন এমপি শাওন। এসময় শিশুদের চিত্র অংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।
লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা উপস্থিথ ছিলেন।