বিজ্ঞানের নবযুগে হারিয়ে গেছে পালকি
ফাইল ছবি।
এক সময়ের জনপ্রিয় ছিলো পালকি, একজন উস্তাদ ও ৪ জনের কাঁধে করে নতুন বৌ বর নিয়ে শ্বশুড় বাড়ী থেকে আনন্দ উল্লাস করে বিয়ে উপভোগ করতো।
কালের বিবর্তনে পালকি হারিয়ে গিয়ে এসেছে নতুন নবযুগ।
বিজ্ঞানের আবিস্কারের আজ সব উন্নত হওয়ায় মাইক্রোবাস, কেউ আবার হেলিকপ্টার নববধূ নিয়ে আসেন।
পালকি হারিয়ে গেলেও বয়োজ্যেষ্ঠ মুরুব্বীদের হ্নদয়ে গাথা রয়েছে এখনো।
ইলিশার রশিদ বেপারী (৯৫) বলেন,আমরা যখন পালকি দিয়ে বৌ বর নিয়ে আসতাম, তখন দুপাশের মানুষ তাকিয়ে থাকতো আর হাতেতালি দিয়ে আনন্দ করতো, বধূ ও বর তখন মুচকি মুচকি হাসি দিয়ে লজ্জায় রুমাল দিয়ে মুখ ডেকে রাখতো।
এই বৃদ্ধ রশিদ বেপারী বলেন,তখন দূর্ঘটনা হতো না এখনকার মত, কিন্তু এখন ডিজিটাল যুগে প্রতিদিনই দূর্ঘটনা ঘটে।
কিছু দূর্ঘটনায় বর্তমানে নতুন নববধূ বর ও নিহত হয়েছে।
পালকি সভ্যতার সেরা হয়ে থাকবে এমনটাই আশা করেন রশিদ ফকির।