লালমোহনে বিট পুলিশিং সমাবেশ-র্যালী অনুষ্ঠিত
![](https://bholarbani.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সারা দেশের ন্যায় ভোলার লালমোহন থানার ১৬ টি বিট কার্যালয়ে ” নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালী ” অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং সমাবেশ ও র্যালীর শ্লোগান ছিল-জিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এবং নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে।
১৭ অক্টোবর ২০২০ শনিবার ভোলা জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী বের করে লালমোহন থানার ৭নং বিট পুলিশ। লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান। সমাবেশে বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপস্থিতিদের অংশগ্রহণে লালমোহন থানা ভবনের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।