তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় বাইতুল কোরআন সৈয়দ আহম্মদ হাফিজিয়া মাদ্রসার ছবক অনুষ্ঠিত
ভোলা উপজেলা সড়ক নাছির উকিল বাড়ী সংলগ্ন বাইতুল কোরআন সৈয়দ আহম্মদ হাফিজিয়া মাদারসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর দুপুর আড়াইটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিহত ছিলেন বিশিষ্ট আলেম-এ দ্বীন আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ইয়াসিন নবীপুরী। ছবক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আতাউর রহমান সহ ভোলার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
যাদেরকে ছবক প্রদান করা হয় তারা হলেন মোঃ যোবায়ের হোসেন, পিতা-তোফাজ্জল। মোঃ ফরহাদ, পিতা-শহিদুল মাতাব্বর। আবু নাইম, পিতা-সাহিন মাঝি। মোঃ ছাব্বির, পিতা-মোঃ আলি। মোঃ বাইজিদ, পিতা-মোঃ জসিম, মোঃ আবিদ, পিতা-আনোয়ার, মোঃ সাইমুন, পিতা-বাবুল খাঁ। মোঃ বাইজিদ, পিতা-বিল্লাল। মোঃ রায়হান, পিতা-আবুল কালাম। মোঃ পারভেজ, পিতা-আঃ রব। মোঃ সিয়াম, পিতা-ইয়াছিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদারসার পরিচালক হাফেজ মাওঃ আঃ রব। দোয়া মোনাজাত এর মোধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।