ভোলার রাজাপুরে অবৈধ কারেন্ট জালসহ এক ব্যবসায়ী আটক
ভোলা অস্থায়ী র্যাব ক্যাম্প-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভোলা জেলার সদর থানাধীন রাজাপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ১৭ অক্টোবর সকালের এ অভিযানে অবৈধ কারেন্ট জালসহ মোঃ জামাল উদ্দিন ওরফে জুলহাস নামে একজন কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়। সে দক্ষিণ রাজাপুর এলাকার মোঃ মোশারেফ হোসেন সরদার এর ছেলে। তার নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ২২৫০ মিটার (৯০ পাউন্ড) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০,০০০/- টাকা।
এ বিষয়ে ভোলা অস্থায়ী র্যাব ক্যাম্প, র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে নিষিদ্ধ কারেন্ট জাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা প্রক্রিয়াধীন। আমরা ‘মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।