সর্বশেষঃ

নির্বাচিত হলে মেয়র নয়, সেবক হিসেবে কাজ করবো : হামিদুর রহমান টিপু

আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচারনায় নেমেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এরই অংশ হিসেবে গতকাল সকাল ১১টায় উপজেলা টাউন হলে অটোরিকশা চালক ও মালিকদের সাথে মতবিনিমিয় করেছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী হামিদুর রহমান টিপু।

মতবিনিময় সভায় হামিদুর রহমান টিপু বলেন, আমি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হলে মেয়র নয়, সেবক হিসেবে পৌরবাসীর জন্য কাজ করে যাবো। আমি সবসময় ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুলের নির্দেশনা মেনে দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত করার লক্ষে কাজ করেছি।
এর আগে তিনি সকালে দৌলতখান বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দৌলতখান উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসনে লাভু, উপজলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল পারভেজ, উপজলো ছাত্রলীগের সাংগঠনকি সম্পাদক আরমান হোসেন সুমন, দৌলতখান অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. আতিক, সাধারণ সম্পাদক মনজুর আলমসহ অটোরিকশা মালিক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।