সর্বশেষঃ

মা ইলিশ রক্ষা করুন 

মোঃ মহিউদ্দিন
নদীতে মাছের প্রজনন করতে দিন
অভয়াশ্রমে ওরা বেড়ে উঠবে
 ওদের যত্ন নিন।
 একটি মা মাছ বেঁচে থাকলে
 লাখো মাছের জন্ম দিবে ,
এই শিশু গুলিই প্রকৃতিতেই বড় হবে।
 এদের প্রজননের  জন্য মৎস্য বিজ্ঞানীরা
 নির্ধারণ করেছেন অভয় আশ্রম,
 প্রজনন ও বেঁচে থাকার জন্য
এইগুলিই উৎকৃষ্ট স্থান।
ওরা গর্ভবতী ওরা মা
ওদের নিধন নয়
 ওরা যেন নদীতে ডিম
 দিতে পারে নির্ভয় ।
 সারা দেশের নদীতে এই সময়
মাছ ধরা নিষেধ,
 এই আইনের অমান্যকারীদের হবে
দণ্ডনীয় অপরাধ।
 ১৪ অক্টোবর  রাত বারোটা
থেকে চার নভেম্বর পর্যন্ত
 মাছ ধরা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,
 প্রতি বছরের ন্যায় এবারও সরকার
নিষেধাজ্ঞা দিয়েছে।
এসব খবর মৎস্য অধিদপ্তর  জানিয়েছে।
বাইশ দিন তালিকাভুক্ত জেলেদের
খাদ্য দেবে সরকার,
নদীর কি অবস্থা সার্বক্ষণিক
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবেন খবর।
সরকার এবার উদ্যোগ নিয়েছেন,
 জেলেদের করবেন বিকল্প কর্মসংস্থান।
মা ইলিশ রক্ষায় এবার দিনে রাতে
 পালাক্রমে পাহারা দিবেন,
 এতে জেলা প্রশাসক, পুলিশ বিভাগ,
কোস্টগার্ড  সকলেই প্রস্তুতি নিয়েছেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছেন,
 বিগত দিনের মা ইলিশ রক্ষায় অত্যন্ত
সফল হয়েছেন।
মা ইলিশ রক্ষা করতে পারলে  ভালো ভাবে,
ইলিশের উৎপাদন বিগত
 বছরের চেয়েও বাড়বে।
জেলেরা এখন আগের থেকেও
 হয়েছেন অনেক সচেতন,
সরকার দেশের সম্পদ রক্ষায়
মাছের উৎপাদনে  দিয়েছেন মন।
এই অভিযানের সার্বক্ষণিক নিয়োজিত
 থাকবেন ভ্রাম্যমাণ আদালত,
 সতর্ক থাকবেন জেলে ভাইগণ
জীবন-জীবিকার জন্য
 বেছে নিবেন বিকল্প পথ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।