চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বোরহানউদ্দিনে পুকুরের ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের ডোবা থেকে হেলাল ৫০ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার বাড়ী দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টায় বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষীপুর আজাদ বাজার এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা ধারনা করছেন তিনি মৃগীরোগে আক্রান্ত।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল আমিন বিপিএম জানান, লাশ বোরহানউদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।