বোরহানউদ্দিনে ঘুমের ঔষধ খাইয়ে টাকা ও গহনা লুট
ভোলার বোরহানউদ্দিনে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে টাকা ও স্বর্ণ অলংঙ্কার লুট করেছেন দুর্বৃত্তরা। ১৪ই আগষ্ট (বুধবার) রাতে বোরহানউদ্দিনের টবগী ২ নং ওয়ার্ডের সেকান্তর মৌলভী বাড়ীর সাহাবউদ্দিনের বাসায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, টবগী ২ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি সাহাবউদ্দিন মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে যান। রাতে ৩ ঘটিকায় তার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেন এবং সেই মুহুর্তে তিনি দেখেন জানালার লোহার শিকল কাটা। আলমারির দরজা খোলা এবং জামা কাপড় সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সকল কিছু এলোমেলো। তার স্ত্রী সাহাবউদ্দিনকে ডাকলে দেখতে পান সাহাবউদ্দিন ঘুমের জন্য চোখ খুলতে পারছেন না। পরে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ই অক্টোবর দুপুর ১ টায় সাহাবউদ্দিনের জ্ঞান ফিরে।
ভুক্তভোগীরা আরো জানান, নেশাজাত দ্রব্য খাবারের সাথে মিশিয়ে দিয়েছে বলে ধারনা করছেন তারা। তাদের কতটুকো ক্ষতি হয়েছে এখনো সবকিছু ভালোভাবে দেখা হয়নি তবে এখন পর্যন্ত ৩ টি স্বর্ণের গয়না সহ ২৭ হাজার টাকা ও বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র লুট হয়েছে বলে ধারনা করছেন তারা। ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এই বিষয়ে বোরহানউদ্দিন থানার এস আই মো:শফিকুল ইসলাম বলেন, ” তদন্ত করে ঘটনার সত্যতা আমরা পেয়েছি।আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।