মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযান-২০২০
মনপুরায় জেলেদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান-২০২০ উপলক্ষ্যে জেলেদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সর্ববৃহৎ রামনেওয়াজ মৎস্য ঘাটে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনপুরা কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার এরফানুল হক শাওন, মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল ফারুক, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, রামনেওয়াজ মৎস্য ঘাটের সভাপতি লোকমান হাওলাদার ও ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি নাছির মহাজন।
এ সময় বক্তারা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মেঘনায় মা ইলিশ ধরা বন্ধ। এই সময় নদীতে কেউ মা ইলিশ ধরতে গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জেলেদেরে দ্রুত সরকারি প্রণোদনার চাউল দেওয়া হবে বলে জানান বক্তরা।
উল্লেখ্য, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেঘনা সহ বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন ও মজুদ রাখার নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্য বিভাগ।