অভিযুক্ত রশিদ ফকির।। ছবি ভোলার বাণী

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের মুনাফ ফকিরের ছেলে রশিদ ফকিরের বিরুদ্ধে চিটিং করে জমি দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ইসতে খায়ের পাটোয়ারির ছেলে শেলিম পাটোয়ারী ও তার ছেলে সুমন বলেন,কয়েক বছর আগে আমরা রশিদ ফকিরের কাছে ৯ শতাংশ জমি বিক্রয় করেছি।
তখন রশিদ ফকির তার সুবিধাতে ৬৭ দাগের বদলে ৬৫ ৬৬ দাগ ভোগ দখল করেন, যদিও ৬৫ দাগ তার নামে দলিল দেওয়া হয়নি।
কিন্তু সিটিং করে জংশন বাজারের জনৈক ব্যবসায়ীর কাছে ৬৫ দাগের জমি বিক্রয় করে দিয়ে এখন আবার জোরপূর্বক ৬৭ দাগের জমি দাবী করে আসছে রশিদ ফকির।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাদিকবার ফয়সালায় বসলেও রশিদ ফকির নিজের প্রভাব বিস্তার দেখিয়ে কাউকে পাত্তা দিচ্ছে না বলে জানা গেছে।
ভুক্তভোগী শেলিম পাটোয়ারী চিটিংবাজ রশিদ ফকিরের চিটিং থেকে রক্ষা পেতে ভোলার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে অভিযুক্ত রশিদ এর কাছে জানতে চাইলে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।