ভোলার ভেদুরিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ভোলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার (৮) এবং লামিয়া আক্তার (৬)।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন জানান, ওই দুই বোন দুপুরে তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানায় তারা অসাবধানতা বশত পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দুজনকে দেখতে না পেয়ে খোঁজা-খুঁজি শুরু করে। পরে বিকেলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ পাওয়া যায়।