গলাচিপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালী গলাচিপা উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আয়োজনে একটি নির্দলীয় নিরপেক্ষ ও অলাভজনক কল্যাণ মূলক সংস্থার আত্মপ্রকাশ করার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে উপজেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে শুক্রবার আনুমানিক সকাল দশটার দিকে প্রায় চল্লিশ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে সভার ও সংগঠনের শুভ সুচনা করা হয়। এই আলোচনা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানটি দীর্ঘ তিন ঘন্টা ব্যাপি চলতে থাকে। এতে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহীত হয়। ঐক্য সততা শৃংখলা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে কাজ করাই সংগঠনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
সভার উপস্থিত সকল সদস্যদের সন্মতি ক্রমে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ মতিন মহোদয়কে সভাপতিত্ব করার প্রস্তাব করা হয় এবং সভা সঞ্চালন ও সার্বিক পরিচালনা করেন অবসরপ্রাপ্ত নৌ বাহিনী সদস্য এম সাইফুল্লাহ বাদল, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃহাফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত সার্জেন মোঃ মইনুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির পরবর্তী কর্যক্রম সকল সদস্যকে যথা সময় জানিয়ে দেওয়া হবে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।