সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে মনপুরায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে পাশবিক নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার ও সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে (৮ অক্টোবর’২০ ইং) বৃহস্পতিবার বাদ আছর হাজিরহাট অডিটোরিয়াম চত্বরে ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি আব্দুল মতিন ফয়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা নোয়াখালীর গৃহবধুকে পাশবিক নির্যাতন ও সাড়া দেশে ধর্ষনের বর্ননা তুলে ধরে অবিলম্বে দোসিদের শাস্তি ফাসিঁ দাবী করেন সরকারের কাছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতী এনায়েত উল্লাহ নুরনবী, জয়েন্ট সেক্রেটারি মাষ্টার মুহা. কামাল উদ্দিন, যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন ফয়েজী, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা চত্বর ঘুরে শেষ করেন।