ধনবাড়ীতে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল

টাঙ্গাইলের ধনবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী কলেজ পাড়া স্পোর্টজোনের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর ) সন্ধ্যা ৬ ঘটিকায় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী সহ সারা দেশের ধর্ষকারীদের দৃস্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তারা দাবীতে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

মানব বন্ধন শেষে, কলেজপাড়া স্পোর্টস জোনের সকল সদস্য সহ স্থানীয় ছাত্র সমাজ সন্ধ্যায় মোমবাতি প্রজ্জল করে ধনবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সারাদেশে ধর্ষণকারীদের শাস্তির দাবীতে মৌন মিছিল করে। পরিশেষে সকলের দাবি এই আলোর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, প্রতিবাদে মুখরিত হোক রাজ পথ। বিচার হীনতার সংস্কুতি থেকে বেরিয়ে আসুক প্রিয় স্বদেশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page